সুনামগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত

‘সুন্দর ও সম্ভাবনাময় জীবন গড়ে তুলুন, মাদক থেকে দূরে থাকুন’ স্লোগান নিয়ে সুনামগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি উপলক্ষে মাদকবিরোধী মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের পৌরসভা চত্বর থেকে পুরাতন বাসস্টেশন এলাকা পর্যন্ত জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের নেতৃত্বে দীর্ঘ এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো লোক অংশ নেন।
মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, ২৮ বিজিবি সুনামগঞ্জ অঞ্চলের সহকারী পরিচালক মেজর মো. কামরুজ্জামান খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের উপপরিচালক মো. জাহিদ হোসেন প্রমুখ।
বক্তারা মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষার জন্য প্রশাসনের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান। পরে শহীদ আবুল হোসেন মিলনায়তনের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।