পরীক্ষা বিঘ্নিত হলেও পড়াশোনা চালিয়ে যাও : শিক্ষামন্ত্রী
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল-অবরোধে পরীক্ষা বিঘ্নিত হলেও শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাওয়ার উপদেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় মুন্সীগঞ্জ শহরের কাছে রণছ রুহিতপুর উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব উদ্বোধন এসে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এ উপদেশ দেন। পরে তিনি বিদ্যালয়ের সভাকক্ষে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘দেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমাদের হাত ধরেই আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ব, দেশ এগিয়ে যাবে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, রণছ রুহিতপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএর সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশীদ-ই-মাহবুব, জেলা শিক্ষা কর্মকর্তা শরীফুল ইসলাম, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ সুখেন ব্যানার্জী, রণছ রুহিতপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মালেক, সাংবাদিক-শিক্ষক মাহবুবুর রহমান প্রমুখ।