চট্টগ্রামে সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলা
চট্টগ্রামে ১৪ দলের উদ্যোগে আয়োজিত পদযাত্রা সমাবেশে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। এতে পাঁচ সাংবাদিক আহত হয়েছেন। এ সময় কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাও ভাঙচুর করা হয়।
আজ বুধবার বিকেলে নগরীর লালদীঘি ময়দানে ‘নাশকতা-নৈরাজ্যের বিরুদ্ধে গর্জে ওঠো বাঙালি’ স্লোগানে পদযাত্রা সমাবেশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টায় পদযাত্রার সমাবেশ মঞ্চে বক্তৃতা দিতে ওঠেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় বিভিন্ন নেতার নামে স্লোগান দেওয়া শুরু করেন ছাত্রলীগের কর্মীরা। একপর্যায়ে ছাত্রলীগকর্মীরা টিভির ক্যামেরাপারসনদের ওপর হামলা চালান।
ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা প্রতিবাদ করলে ছাত্রলীগকর্মীরা তাঁদের লাথি, কিল, ঘুষি মারতে শুরু করেন। এ সময় আহত হন চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিবেদক জামশেদুল করিম ও ক্যামেরাপারসন শফিক আহমেদ সাজিব, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের ব্যুরোপ্রধান চৌধুরী ফরিদ, এশিয়ান টিভির প্রতিবেদক লতিফা আনসারী রুনা, সময় টিভির প্রতিবেদক পার্থপ্রতিম বিশ্বাস। পরে সংবাদকর্মীরা সংবাদ বর্জন করে চলে আসেন।
চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিবেদক জামশেদুল করিম এনটিভি অনলাইনকে জানান, ‘আমাদের টিভির ক্যামেরাপারসন সাজিবকে যখন ছাত্রলীগের নেতা-কর্মীরা ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন, তখন আমি প্রতিবাদ করতে যাই। তখন তাঁরা আমাকে কিল, ঘুষি মারতে শুরু করেন। আমাদের ক্যামেরা ও ট্রাইপড ভাঙচুর করা হয়। আমি হাতে আঘাত পেয়েছি।’
চ্যানেল আইয়ের ব্যুরোপ্রধান চৌধুরী ফরিদ জানান, হামলার পর তাঁর টিভির প্রতিবেদককে রক্ষা করতে গিয়ে তিনি নিজেও হামলার শিকার হন।
এ ঘটনার সময় পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পরিচয় দিয়ে শেখ ওয়ালিদ ফায়েদ ছাত্রলীগ নেতাদের নিবৃত্ত করতে গেলে তিনিও হামলার শিকার হন বলে এনটিভি অনলাইনকে জানান।
ছাত্রলীগের মহানগর কমিটির সভাপতি ইমরান আহমেদ ইমু এনটিভি অনলাইনকে বলেন, ‘এই ঘটনার জন্য আমরা দুঃখিত। দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে হামলার পর পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির চট্টগ্রাম প্রেসক্লাবে এসে ঘটনার জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চান এবং জড়িতদের চিহ্নিত করে সাংগঠনিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দেন। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে এ ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব চট্টগ্রাম এবং প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ হয়। প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসীন চৌধুরী, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব চট্টগ্রামের সভাপতি শামসুল হক হায়দরী প্রমুখ।