ডাকাত সন্দেহে গণপিটুনি, তিনজন নিহত
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় আহত হয়েছেন আরো দুজন। পুলিশের দাবি, নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আজ বুধবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার কারবালা টিলার পাইন্ডং এলাকায় এ ঘটনা ঘটে।
ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) বিদ্যুৎ কুমার এনটিভি অনলাইনকে জানান, ‘রাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত দল। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী মুঠোফোন ও স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে। পরে শত শত মানুষ ডাকাতদের ধাওয়া করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিন ডাকাত নিহত হয়। পালিয়ে যায় আরো কয়েকজন ডাকাত। ঘটনাস্থল থেকে জনতা দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে।’
পুলিশ কর্মকর্তা আরো জানান, পালানোর সময় ডাকাতদলের সদস্যরা কয়েকটি গুলি ছুড়লে দুই এলাকাবাসী আহত হন। গুলিতে আহত দুজনকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন জানান, গণপিটুনিতের নিহত তিনজনের মধ্যে ডাকাতসর্দার ওসমান গনির পরিচয় পাওয়া গেছে। বাকি দুজনের পরিচয় এখনো জানা যায়নি। তিনি বলেন, ‘ডাকাতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’
ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি জাহেদ কোরেশী এনটিভি অনলাইনকে জানান, এলাকায় ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় বেশ কিছুদিন ধরে এলাকাবাসী পালা করে রাত জেগে পাহারার ব্যবস্থা করে। তিনি আরো জানান, পুলিশের টহল জোরদার করা হলেও ডাকাতির ঘটনা কমেনি। বাধ্য হয়ে গ্রামবাসী ডাকাতি ঠেকাতে রাত জেগে পাহারার ব্যবস্থা করে।