বরগুনায় কৃষাণিদের সম্পর্ক উন্নয়নবিষয়ক সভা
বরগুনায় খাদ্য নিরাপত্তায় নারী অধিকার সংরক্ষণে জাতীয় প্রচারাভিযানের তৃতীয় পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে কৃষাণিদের সম্পর্ক উন্নয়নবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের রিসোর্স সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. নূরুজ্জামান।
আন্তর্জাতিক উন্নয়ন সংগঠন অক্সফামের সিএসআরএল প্রকল্পের সহায়তায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংগঠন জাগো নারীর নির্বাহী পরিষদের সভাপতি হামিদা বেগম। সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা কৃষি কর্মকর্তা এবং জেলা সমবায় কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি অফিস-আদালতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত নেতারা জেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি অফিস আদালত ও কর্মকর্তাদের সঙ্গে কৃষাণিদের যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।
জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসির উপস্থিতিতে এ সভা সঞ্চালনা করেন সংগঠনটির কর্মসূচি সমন্বয়ক ডিউক ইবনে আমিন।