সুনামগঞ্জের পাগলা হাইস্কুল অ্যান্ড কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপন

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ পাগলা হাইস্কুল অ্যান্ড কলেজের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা পৌনে ৩টায় পাগলা হাইস্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে স্কুলমাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল হেকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ ও মৌলভীবাজার আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম শাহানা রব্বানী, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, পাগলা হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন প্রমুখ।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথির বক্তব্যে বলেন, হাওরের এই উপজেলায় শিক্ষার প্রসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বের সঙ্গে কাজ করছেন। তিনি বলেন, এই অঞ্চলের অবহেলিত জনপথের শিক্ষার মান উন্নয়নে একটি মেডিকেল কলেজ করারও চিন্তাভাবনা চলছে। আর উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।
এদিকে ৫০ বছর পূর্তিতে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সকালে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।