সংবাদ সম্মেলন ডেকেছেন খালেদা জিয়া
দেশের চলমান পরিস্থিতি এবং বিএনপি ও ২০-দলীয় জোটের অবস্থান ব্যাখ্যা করতে আগামীকাল শুক্রবার সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানিয়েছেন।
আগামীকাল বিকেল ৪টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার, আদালতে হাজির না করা এবং গ্রেপ্তারের বিষয়টি অস্বীকারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গত মঙ্গলবার রাতের আঁধারে দরজা ভেঙে সালাহ উদ্দিন আহমেদকে চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে তুলে নেওয়ার ঘটনায় ক্ষমতাসীনদের ক্রোধেরই বহিঃপ্রকাশ ঘটেছে।’
প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত এ বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন আরো বলেন, ‘সালাহ উদ্দিন আহমেদের যাতে কোনো ক্ষতি না হয় আমি সেই মোনাজাত করছি। অনতিবিলম্বে তাঁকে মুক্তি দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। বিবেকবান প্রতিটি নাগরিক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করছি, এ ধরনের সীমাহীন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন।’