সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

‘শিক্ষার সুযোগ নয়, শিক্ষা আমার অধিকার’ এই স্লোগান নিয়ে সুনামগঞ্জ জেলার সবচেয়ে বড় বিদ্যাপীঠ সরকারি কলেজে মাস্টার্সের পরীক্ষা কেন্দ্র চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টায় কলেজে মাস্টার্স কোর্সের শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এ সময় বক্তব্য দেন মাস্টাস কোর্সের শিক্ষার্থী অভিজিৎ রায়, রইসুজ্জামান, ওয়াহিদুল হক, এমদাদুল হক সঞ্জীব, শরীফ, শাহীনা বেগম, মাহবুবা চৌধুরী, তানিয়া ও শেফালী প্রমুখ।
এ সময় শিক্ষার্থীরা জানান, হাওরের জেলার একমাত্র উচ্চ বিদ্যাপীঠ সুনামগঞ্জ সরকারি কলেজে মাস্টার্স কোর্স চালু হলেও এখানে মাস্টার্স কেন্দ্র চালু না থাকায় তাঁদের পরীক্ষার জন্য সিলেটে যেতে হয়। তাই আগামী মার্চে মাস্টার্স পরীক্ষাকে সামনে রেখে অবিলম্বে সুনামগঞ্জে মাস্টার্স পরীক্ষা কেন্দ্র চালু করার জন্য শিক্ষামন্ত্রী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। অন্যথায় সব শিক্ষার্থীকে নিয়ে দাবি আদায়ের জন্য আগামীতে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়।