দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে ল্যাপটপ দিলেন প্রতিমন্ত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী মো. আশীফ আলীকে একটি ল্যাপটপ দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি বিভাগে ওই শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দেন প্রতিমন্ত্রী।
আজ বৃহস্পতিবার আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
আশীফ আলী জানান, ল্যাপটপটি তাঁর শিক্ষা কার্যক্রমে সহায়তা ও আইসিটি ক্ষেত্রে দক্ষ হতে ভূমিকা রাখবে। প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তাঁর একটি ল্যাপটপ কেনার মতো সামর্থ্য না থাকলেও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কারণে তিনি প্রতি মুহূর্তে পুরো পৃথিবীর সাথে থাকতে পারবেন।
এ সময় আইসিটি মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর সিকদার, হাই-টেক পার্কের মহাপরিচালক (এমডি) হোসনে আরা বেগম, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) জসিম উদ্দিন আহমেদ, আইসিটি বিভাগের যুগ্ম সচিব সুশান্ত কুমার সাহাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।