টাঙ্গাইলে যৌনপল্লী থেকে দুই কিশোরী উদ্ধার
টাঙ্গাইল শহরের কান্দাপাড়ায় অবস্থিত যৌনপল্লী থেকে দুই কিশোরীকে উদ্ধার করেছে র্যাব। মানবপাচারকারীদের কাছ থেকে কিনে দুই কিশোরীকে জোর করে যৌনপেশায় বাধ্য করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত টাঙ্গাইল র্যাব ১২-এর সদস্যরা কান্দাপাড়ায় অভিযান চালান।
আজ দুপুর সাড়ে ১২টায় টাঙ্গাইল র্যাব ১২, সিপিসি ৩-এর ভারপ্রাপ্ত কমান্ডার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান।
র্যাব কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা খবর পান মানবপাচারকারীরা দুই কিশোরীকে কান্দাপাড়া যৌনপল্লীতে বিক্রি করেছে। সেখানে কিশোরীদের তাদের ইচ্ছের বিরুদ্ধে জোর করে যৌন পেশায় বাধ্য করার খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে কান্দাপাড়া যৌনপল্লীতে অভিযান চালায় র্যাব সদস্যরা। রাতভর যৌনপল্লীর প্রতিটি কক্ষ তল্লাশি করা হয়। এ সময় যৌনকর্মীদের সর্দারনী সালমা আক্তারের ঘরের খাটের নিচ থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ১৬ বছরের এক কিশোরীকে উদ্ধার করা হয়। তল্লাশির একপর্যায়ে যৌনপল্লীর একটি গলির শেষ মাথায় যৌনকর্মীদের আরেক সর্দারনী ঝর্ণা আক্তারের ঘরের খাটের নিচ থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় আরেক কিশোরীকে উদ্ধার করি। এ সময় যৌনকর্মীদের দালাল মতিউর রহমান মতি ও যৌনকর্মীদের দুই সর্দারনী সালমা আক্তার ও ঝর্ণা আক্তারকে গ্রেপ্তার করা হয়।