বন্দুকযুদ্ধের মধ্যে সাধারণ জেলেদের বীরত্ব
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরার রেঞ্জে দুই দল জলদস্যুর মধ্যে আজ শনিবার বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এর মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে অপহৃত দুই জেলেকে উদ্ধার করেন সাধারণ জেলেরা। আটক করেন দস্যু মাহবুব বাহিনীর প্রধান মাহবুব ও দ্বিতীয় প্রধান আবু তালেবকে।
শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন জানান, আজ শনিবার ভোরে ট্রলারে করে সমুদ্রে যাওয়ার সময় গভীর সুন্দরবনের আলোরকোল এলাকা থেকে বাগেরহাটের রামপাল উপজেলার বেড়িখালী গ্রামের জেলে আরিফ ও রিমনকে অপহরণ করে জলদস্যু মাহবুব বাহিনী। তারা জেলেদের কাঠেশ্বর এলাকায় এনে নির্যাতন চালায় এবং প্রত্যেকের জন্য দুই লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে। এদিকে কাঠেশ্বরের আরেক জলদস্যু আল আমিন বাহিনীর সদস্যরা প্রতিপক্ষ গ্রুপের উপস্থিতি টের পেয়ে সকাল ১০টার দিকে মাহবুব বাহিনীর সাথে বন্দুকযুদ্ধ শুরু করে। উভয় পক্ষের ঘণ্টাব্যাপী গুলিবিনিময়ের একপর্যায়ে আশপাশের সাধারণ জেলেরা জিম্মি দুই জেলেকে উদ্ধার করেন।
এসআই আরো জানান, একই সময়ে বন্দুকযুদ্ধে কাবু হয়ে পড়া মাহবুব বাহিনীর প্রধান মাহবুব ও তাঁর সেকেন্ড ইন কমান্ড আবু তালেবকে আটক করে উপকূলে নিয়ে আসেন জেলেরা।
ঘটনাস্থল থেকে উপপরিদর্শক অহিদুল ইসলাম জানান, সাধারণ জেলেরা সাহসিকতার সাথে দুই দস্যুকে ধরে ফেলেন। এই দুজনের স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।