বঙ্গবন্ধুকে নিয়ে ‘চিত্র উপন্যাস’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি হয়েছে ‘চিত্র উপন্যাস (গ্রাফিক নভেল)’। কাল ১৭ মার্চ মঙ্গলবার বঙ্গবন্ধুর ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে এর উদ্বোধন করা হবে।
গ্রাফিক নভেলে এঁকে এঁকে কাহিনী বা ঘটনার বর্ণনা করা হয়। লেখা থাকে, তবে কম। এর মাধ্যমে কোনো লেখার বিষয়বস্তু সহজেই বোঝানো যায়।
সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, কাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ধানমণ্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গ্রাফিক নভেলটি উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নাতি ও শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী।
গ্রাফিক নভেলটির ছবি এঁকেছেন বিখ্যাত কার্টুনিস্ট আহসান হাবীব।