সাবেক ইউপি চেয়ারম্যান রিমান্ডে
শরীয়তপুরে আলোচিত কিশোর-কিশোরী নির্যাতন মামলায় আটক সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত মল্লিকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশের করা পাঁচদিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে আজ রোববার দুপুর ১২টার দিকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল ইসলাম এ রায় দেন।
আদালত সূত্র জানায়, শরীয়তপুরের জাজিরা উপজেলার কুণ্ডেরচর ইউনিয়নের ছিডারচর এলাকার কুণ্ডেরচর আব্দুল মান্নান মল্লিক কান্দি উচ্চ বিদ্যালয়ের মাঠে কিশোরী ও কিশোরকে নির্যাতন করা হয়। নির্যাতনের একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরে এ নিয়ে সারা দেশে শুরু হয় তোলপাড়।
নির্যাতনের ঘটনায় সাতজনকে আসামি করে জাজিরা থানায় মামলা করেন নির্যাতনের শিকার কিশোরের বাবা। ২২ ফেব্রুয়ারি মামলার মূল আসামি সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত মল্লিক ও বাদল ভূঁইয়াকে আটক করে পুলিশ। তদন্তের স্বার্থে ২৩ ফেব্রুয়ারি পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহিদুল ইসলাম। উভয়পক্ষের শুনানি শেষে আজ দুপুরে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এখন পর্যন্ত মামলার বাকি আসামিদের আটক করতে পারেনি পুলিশ।
ভালোবেসে বিয়ের জন্য বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় শরীয়তপুরের দুই কিশোর-কিশোরীকে আটক করে রাতভর নির্যাতন করা হয়। পরের দিন আব্দুল মান্নান মল্লিক কান্দি উচ্চ বিদ্যালয় মাঠে সালিশের মাধ্যমে গলায় জুতার মালা পরিয়ে কিশোর-কিশোরীকে জুটাপেটা করার নির্দেশ দেন কুণ্ডেরচর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত মল্লিক।
পরে স্থানীয় ইউপি সদস্য কামাল মল্লিকসহ আরো তিনজন কিশোর-কিশোরীকে হাত-পা বেঁধে জুতাপেটাসহ শারীরিক নির্যাতন করেন।