শাহজাহান আলী সভাপতি, শফিকুল সম্পাদক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/01/photo-1456778245.jpg)
নওগাঁ জেলা প্রেসক্লাবের নির্বাচনে মো. শাহজাহান আলী (ভোরের ডাক) সভাপতি ও শফিকুল ইসলাম খোকন (মাছরাঙা টিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ ও গণনা শেষে রাত সাড়ে ১১টায় নির্বাচন পরিচালনা কমিটি ফল ঘোষণা করে।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন নওগাঁ জেলা তথ্য কর্মকর্তা তৌফিকুল ইসলাম। এ ছাড়া তাঁর সহযোগী হিসেবে সদস্য ছিলেন নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আতাউর রহমান খোকা ও নওগাঁ জেলা প্রেস ক্লাবে জ্যেষ্ঠ সদস্য মাসুদুর রহমান রতন।
নবনির্বাচিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহসভাপতির দুটি পদে বিশ্বনাথ দাস (অপরাধ অনুসন্ধান) ও আজাদ হোসেন (প্রথম সংবাদ), যুগ্ম সম্পাদকের দুটি পদে মীর মোশারফ হোসেন জুয়েল (খবরপত্র) ও শফিক ছোটন (বাংলানিউজ টোয়েন্টিফোর ও যমুনা টিভি), অর্থ সম্পাদক পদে আবদুর রশীদ তারেক (নয়া দিগন্ত), দপ্তর সম্পাদক পদে আরিফুল হক (বৈশাখী টিভি, যায়যায়দিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে খন্দকার রউফ পাভেল (দ্য রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম ও খোলা কাগজ) নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্যপদে নির্বাচিতরা হলেন—আসাদুর রহমান জয় (এনটিভি ও আমাদের সময়), এ বি এম রফিকুল ইসলাম (ফ্রিল্যান্স), এমদাদুল হক সুমন (ইনকিলাব ও দৈনিক বগুড়া), সুলতানুল আলম মিলন (বাংলাদেশ সময়), বেলায়েত হোসেন (বাংলা ভিশন ও মানবকণ্ঠ), এ কে সাজু (চ্যানেল নাইন ও বাংলামেইল টোয়েন্টিফোর ডটকম)।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান তৌফিকুল ইসলাম জানান, নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৫ জন। এই ভোটারদের মধ্যে ৩৪ জন তাঁদের ভোটাধিকার প্রদান করেন।