সোনামসজিদ দিয়ে পাথরের পর এবার সব পণ্য আমদানি বন্ধ
দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথরের পর আজ থেকে সব পণ্য আমদানি বন্ধ করে দিয়েছেন আমদানিকারকরা।
ভারতীয় রপ্তানিকারকদের নিম্নমানের পাথর সরবরাহের প্রতিবাদে তারা এই অবস্থান নেন। এর ফলে সোনামসজিদ বন্দরে সৃষ্টি হয়েছে স্থবিরতা। আর গত দুদিনে সরকার প্রায় সাড়ে তিন কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।
সোনামসজিদ স্থলবন্দরের মেসার্স বেনকো এন্টারপ্রাইজের মালিক মতিউর রহমান আজ সোমবার জানান, পদ্মা সেতুসহ অন্যান্য প্রকল্প কাজের জন্য সাম্প্রতিক সময়ে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ব্যাপক পরিমাণ পাথর আমদানি শুরু হয়। বাংলাদেশে পাথরের চাহিদাকে পুঁজি করে ভারতীয় রপ্তানিকারকরা কয়েক দফায় দাম বৃদ্ধি করেন। এরপর শুরু করেন নিম্নমানের পাথর সরবরাহ।
আদানিকারকদের অভিযোগ, ভারতীয় রপ্তানিকারকরা পাথরের সঙ্গে ট্রাকপ্রতি দুই থেকে তিন টন পর্যন্ত ধুলা-মাটি সরবরাহ করেন। এতে তাঁরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েন।
নিম্নমানের পাথর সরবরাহের প্রতিবাদে গত মাসের প্রথম সপ্তাহে আমদানিকারকরা পাথর আমদানি বন্ধ করেছিলেন। ওই সময় ভারতীয় রপ্তানিকারকদের পরিচ্ছন্ন পাথর সরবরাহ ও মূল্য কমানোর আশ্বাসের পরিপ্রেক্ষিতে পাঁচদিন পর পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু সেই কথার বাস্তবায়ন না হওয়ায় আবারও পাথর আমদানি বন্ধ করা হয়েছে বলে জানান সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি তাজুল ইসলাম।
সোনামসজিদ স্থলবন্দরের সহকারী কমিশনার সাঈদ আহমেদ রুবেল জানান, বন্দরে প্রতিদিন প্রায় সাড়ে ৪০০ ট্রাক ঢুকলেও সোমবার কোনো ট্রাক ঢোকেনি। ফলে বন্দরে সৃষ্টি হয়েছে স্থবিরতা। ব্যাহত হচ্ছে সরকারের রাজস্ব আয়ও।