নওগাঁর পত্নীতলাকে মাদকমুক্ত করতে পুরস্কার ঘোষণা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/08/photo-1457382123.jpg)
নওগাঁর পত্নীতলা থানা এলাকা মাদক ও সন্ত্রাসমুক্ত করতে পুরস্কার ঘোষণা করা হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টায় পত্নীতলা থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশ ও গ্রাম পুলিশ সমাবেশে নওগাঁর পুলিশ সুপার মো. মোজাম্মেল হক এ ঘোষণা দেন।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, গ্রাম পুলিশ ও সুধীজনদের সঙ্গে কমিউনিটি পুলিশিং ও গ্রাম পুলিশ সমাবেশে বক্তব্য রাখেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম।
এ সময় প্রধান অতিথি মো. মোজাম্মেল হক পত্নীতলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে পুরস্কার ঘোষণা করে বলেন, পত্নীতলা উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। পুলিশ জনগণের বন্ধু হিসেবে থাকতে চায়। কমিউনিটি পুলিশিং ও গ্রাম পুলিশ কমিটিকে আরো সক্রিয় হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ মাদক বা সন্ত্রাসী ধরে পুলিশে সোপর্দ করলে তাঁকে পুরস্কার দেওয়া হবে এবং কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যদি এ ধরনের কার্যকলাপে কোনোভাবে লিপ্ত থাকে, তাহলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পত্নীতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইয়াসিন আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক, নওগাঁ জেলা আওয়ামী লীগের পরিবেশ ও বনবিষয়ক সম্পাদক মো. আমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবদুল খালেক চৌধুরী।
অনুষ্ঠানে পুলিশ সুপার পত্নীতলাকে মাদকমুক্ত করতে সবার সহযোগিতা কামনা করলে বক্তারা ওই উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে সার্বিক সহযোগিতার ব্যাপারে পুলিশ সুপারকে আশ্বস্ত করেন।