নওগাঁয় বোরো আবাদ বাঁচাতে চাষিদের মানববন্ধন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/08/photo-1457453246.jpg)
নওগাঁ পৌরসভার চারটি মৌজার প্রায় ৬০০ বিঘা জমির বোরো আবাদে পানি সেচ নিশ্চিত করার দাবিতে চাষিরা মানববন্ধন করেছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে শহরের রুবির মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
এতে নেতৃত্ব দেন স্থানীয় ইরি বোরো স্কিম কমিটির সভাপতি জামেদ আলী। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কমিটির সহসভাপতি মুজাম্মেল হক, সাধারণ সম্পাদক মকলেছুর রহমান, চাষি ইনতেজারুল হক, আব্দুস সামাদ, জয়নাল আবেদীন প্রমুখ।
চাষিদের অভিযোগ, নওগাঁ সদর উপজেলার পৌর এলাকার চক এনায়েত, চক মুক্তার, চকদেব, দুর্গাপুর এলাকার বোরো স্কিমের আওতায় থাকা ৬০০ থেকে ৭০০ বিঘা জমির ধানক্ষেত শুধু সেচের অভাবে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এর আগে পাশের ছোট যমুনা নদীর পানি ব্যবহার করে চাষাবাদ করে এলে সম্প্রতি নওগাঁ পৌরসভা খাল খননের কাজ করতে গিয়ে শুউরমারী খাল দিয়ে পানিপ্রবাহ বন্ধ করে দেয়। এতে ধানক্ষেতে সেচ দেওয়া বন্ধ হয়ে পড়েছে। তারা আবাদ বাঁচাতে দ্রুত সেচ সুবিধা চালুর দাবি জানান।