সোহাগী হত্যার বিচারের দাবিতে চান্দিনায় বিক্ষোভ
শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যার বিচারের দাবিতে কুমিল্লার চান্দিনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কণ্ঠ সাধন আবৃত্তি পর্ষদের কর্মীরা।
আজ বুধবার বিকেলে চান্দিনা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশনে এসে মানববন্ধন করে তারা। এ সময় তাদের সঙ্গে অংশ নেন কুমিল্লার সাংস্কৃতিককর্মীরা। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে তনুর হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত বিচারের দাবি জানায় তারা।
সমাবেশে বক্তব্য দেন কণ্ঠ সাধন আবৃত্তি পর্ষদের সভাপতি প্রভাষক এনায়েত উল্লাহ্, সাধারণ সম্পাদক ও আবৃত্তি শিল্পী সারওয়ার নাঈম, সাংবাদিক মামুনুর রশিদ, সাব্বির আহমেদ পিয়েল, ভিক্টোরিয়া থিয়েটারের সভাপতি রাশেদুল ইসলাম জীবন, সাধারণ সম্পাদক ফারহানা রুমা, সাবেক সভাপতি আল আমীন, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ প্রমুখ।
উল্লেখ্য, গত রোববার, ২০ মার্চ বিকেলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু (২০) বাসার কাছে টিউশনি করতে বের হন। এরপর তিনি নিখোঁজ হন। পরের দিন গত সোমবার সকালে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সোহাগী ওই কলেজের থিয়েটারের কর্মীও ছিলেন। তাঁর বাবা মো. ইয়ার হোসাইন কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ছিলেন। সেই সুবাদে সোহাগীরা অনেক দিন ধরেই অলিপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন। দুই ভাই এক বোনের মধ্যে সোহাগী ছিলেন ছোট।