সিটি নির্বাচন বিএনপির অপূর্ব সুযোগ : সুরঞ্জিত
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন বিএনপিকে জ্বালাও-পোড়াও রাজনীতি থেকে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
আজ সোমবার সকালে সুনামগঞ্জের দিরাই উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব উপলক্ষে সিলেট সার্কিট হাউস সম্মেলনকক্ষে এক মতবিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেন সুরঞ্জিত। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি থেকে ২০-দলীয় জোট দূরে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সুরঞ্জিত আরো বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের ঘোষণা বিএনপির জন্য একটা নতুন দিগন্ত। বিএনপির মধ্যে অনেক রাজনীতিক আছেন, যাঁরা নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করেন। তাঁদের জন্য এটা একটা অপূর্ব সুযোগ। সন্ত্রাস, নাশকতা ও সহিংসতার রাজনীতিকে দূরে সরিয়ে বিএনপি নির্বাচনের রাজনীতিতে আসবে এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে তারা সমৃদ্ধ করবে।’
এ সময় হরতাল-অবরোধ কর্মসূচিকে রাজনীতির জন্য নিষ্ঠুর অংশ উল্লেখ করে আসন্ন এইচএসসি পরীক্ষাকালীন এসব কর্মসূচি না দিতে ২০-দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সুরঞ্জিত।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, সাংবাদিক আল আজাদ, সিলেট জেলা জজকোর্টের অতিরিক্ত পিপি শামছুল ইসলাম, প্রভাকর চৌধুরী ও এনামুল হক লিলু।
আগামী রোব ও সোমবার দিরাই উচ্চ বিদ্যালয়ের শতবছর পূর্তি অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে স্কুলটি দিরাই-শাল্লাবাসীর মিলনমেলায় পরিণত হবে।