জুলহাজের ভাইয়ের মামলা, আসামি ৬

রাজধানীর কলাবাগানে সমকামী ও হিজড়াদের অধিকারবিষয়ক পত্রিকা ‘রূপবান’-এর সম্পাদক জুলহাজ মান্নান ও তাঁর বন্ধুকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার রাত পৌনে ১২টার দিকে জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান ইমন বাদী হয়ে কলাবাগান থানায় মামলাটি দায়ের করেন।
কলাবাগান থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) হাসান মাহমুদ আজ মঙ্গলবার এনটিভি অনলাইনকে জানান, গতকাল রাতে নিহত জুলহাজের বড় ভাই বাদী হয়ে মামলা করেন। অজ্ঞাতপরিচয় ছয়জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে এসআই হাসান জানান, মামলার তদন্ত চলছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সোমবার বিকেলে কলাবাগানের ৩৫ লেক সার্কাসের আসিয়া নিবাস নামের এক বাসায় জুলহাজ মান্নান ও তাঁর বন্ধুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত বন্ধুর নাম তনয়। পালিয়ে যাওয়ার সময় বাধা দিতে গেলে দুর্বৃত্তরা বাড়ির নিরাপত্তাকর্মী ও এক টহল পুলিশেকে কুপিয়ে জখম করে।
জুলহাজ বাংলাদেশে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজিনার প্রটোকল কর্মকর্তা ছিলেন। হত্যাকাণ্ডের আগে ‘রূপবান’ সম্পাদনার পাশাপাশি জুলহাজ উন্নয়ন সংস্থা ইউএসএআইডিতে কাজ করতেন। নিহত জুলহাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাতো ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত ৩৫ লেক সার্কাস কলাবাগানের আসিয়া নিবাস নামের ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় ঢুকে পড়ে। দুর্বৃত্তরা বাসায় অবস্থানরত জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু তনয়কে কুপিয়ে দ্রুত বেরিয়ে যায়।