ভয়াল ২৯ এপ্রিল স্মরণে কক্সবাজারে দোয়া মাহফিল ও মানববন্ধন

ভয়াল ২৯ এপ্রিল স্মরণে কক্সবাজারে আজ শুক্রবার দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি : এনটিভি
ভয়াল ২৯ এপ্রিল স্মরণে কক্সবাজারের বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল, মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে উপকূলীয় এনজিও জোট, কুতুবদিয়া সমিতিসহ বিভিন্ন সংগঠন কক্সবাজারের উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে। একই সঙ্গে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে উপকূলীয় জনপদকে রক্ষায় পর্যাপ্ত বাজেট বরাদ্দেরও দাবি জানানো হয়েছে।
অপরদিকে ১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নিহতদের স্মরণে কক্সবাজারের কুতুবদিয়াপাড়া, সমিতিপাড়াসহ বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া কক্সবাজার শহর ও মহেশখালী-কুতুবদিয়ায় শোক মিছিলের আয়োজন করে বিভিন্ন সংগঠন।