পটুয়াখালীতে সংঘর্ষে প্রাণ গেল দেবর-ভাবির
পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আরো পাঁচজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতাপপুর গ্রামের জসিম-বশির গং ও রুস্তমদের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ সকালে তা সংঘর্ষে রূপ নেয়। এতে রোস্তম ও মালেকা বেগম নামের দুজন নিহত হয়েছেন। তাঁদের সম্পর্ক দেবর-ভাবি। এতে আরো পাঁচজন আহত হয়েছেন।
ওসি জানান, দেশি অস্ত্রসহ দলবল নিয়ে জসিম ও বশির জমি দখল নিতে যায়। এ সময় মালেকা ও রুস্তমদের পক্ষ বাধা দেওয়া হয়। একপর্যায়ে দুজনকে কুপিয়ে আহত করে তারা। গুরুতর আহত অবস্থায় মালেকা ও রুস্তমকে বরিশাল মেডিকেলে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল থেকে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পটুয়াখালী সদর সার্কেল এএসপি সাহেব আলী পাঠান জানান, এ পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।