ক্যারম খেলা নিয়ে ঝগড়া, পোশাকশ্রমিক খুন
গাজীপুরে ক্যারম খেলা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক পোশাকশ্রমিক খুন হয়েছেন। নিহত শ্রমিকের নাম আনোয়ার হোসেন। তিনি ময়মনসিংহের সদর উপজেলার থানার সিবলা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, শুক্রবার রাত ৯টার দিকে কাশিমপুর জেলখানা সড়ক এলাকায় কে আগে ক্যারম খেলবে, এ নিয়ে খেলোয়াড়দের দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে প্রতিপক্ষ খেলোয়াররা আনোয়ারকে মারধর এবং বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আনোয়ার কোনাবাড়ী মডেল শহর এলাকার দলিলুর রহমানের বাড়িতে ভাড়ায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।