সাংসদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

নওগাঁর বদলগাছীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে চেয়ারম্যান পদপ্রার্থী মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন শওকতের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, স্বতন্ত্র সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম আজ দুপুরে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী আবু হাসনাত মো. মিজানুর রহমান ও তার সমর্থকদের নিয়ে ইউপির জগদিসপুর ও উত্তর রামপুর পাকা সড়ক উদ্বোধনে গিয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং নৌকা প্রতীক নিয়ে মিছিলে যোগদান করেন। এ ছাড়া ওই সংসদ সদস্য মথুরাপুর ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহমানকে নিয়ে চকমথুর গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনের নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন শওকতের কাছে জানতে চাইলে বলেন, সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিমকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করার জন্য মৌখিকভাবে বলেছেন।
এ ব্যাপারে সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদারের মোবাইল ফোনে যোগাযোগ করলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।