নওগাঁয় হাসাইগাড়ী ইউপির নির্বাচন স্থগিত দাবি বিএনপির
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/06/03/photo-1464970753.jpg)
নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী জালাল হোসেন শাহানার বাড়িতে হামলার প্রতিবাদে নির্বাচন স্থগিতের দাবি করেছে জেলা বিএনপি।
আজ শুক্রবার বিকেল ৫টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তব্য সংগঠনের জেলা আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু।
এ সময় কেন্দ্রীয় বিএনপির নেতা লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবদুল লতিফ খান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি, সাবেক সংসদ সদস্য রায়হান আখতার রনি, জেলা ছাত্রদলের আহ্বায়ক শফিউর আজম রানা উপস্থিত ছিলেন।
বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, গত গভীর রাতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীরা বিএনপি সমর্থিত প্রার্থী জালাল হোসেনের বাড়িতে হামলা চালায়। এই সময় জালাল হোসেনের পাঁচ ভাইসহ মোট সাতজন আহত হন। আহতদের মধ্যে আশঙ্কজনক অবস্থায় হজরত আলীসহ তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে হজরত আলীর অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।
নওগাঁ সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু বক্কর সিদ্দিক জানান, নির্বাচনী প্রচার শেষে বিএনপির চেয়ারম্যান প্রার্থী জালাল হোসেন তাঁর বাড়ির সামনে বসে আলোচনা করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। হামলায় চেয়ারম্যান প্রার্থীর বড় ভাই হজরত আলী, আনোয়ার হোসেন, বাবলুসহ সাতজন আহত হন। ভোরের দিকে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথে বাধা দেয় দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।