সুনামগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে আহত ১০
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ ২০টি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়েছে। আজ মঙ্গলবার দুপুরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হরতালের সমর্থনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে নেতা-কর্মীরা ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা থেকে একটি মিছিল বের করেন। একই সময়ে আওয়ামী লীগ হরতালবিরোধী আরেকটি মিছিল বের করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ, বিএনপি ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন। এ সময় ইটপাটকেলের আঘাতে মিজানুর রহমানও আহত হন। আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, সংঘর্ষ থামাতে পুলিশ ২০টি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীনের নেতৃত্বে সুনামগঞ্জ শহরের পুরাতন কোর্ট প্রাঙ্গণ থেকে বের হওয়া মিছিল পুরাতন বাস স্টেশনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। বিএনপি নেতারা ওখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন।