শিক্ষকদের ইটপাটকেলে ছাত্র আহত, বিদ্যালয়ে ভাঙচুর
ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুই দল শিক্ষকের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়ের দুই ছাত্রসহ পাঁচজন আহত হলে অন্য ছাত্ররা বিদ্যালয় ও আশপাশের দোকানপাটে ব্যাপক ভাঙচুর চালায়। আজ বৃহস্পতিবার পৌর শহরের প্রাণকেন্দ্রে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অষ্টম শ্রেণির ছাত্র মো. রিফাতকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকরের নিয়োগ নিয়ে আগে থেকে শিক্ষকদের মধ্যে বিভাজন তৈরি হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রধান শিক্ষক অন্য দুই সহকারী শিক্ষককে শ্রেণিকক্ষে যেতে বারণ করেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে দুই দল শিক্ষকের মধ্যে বিদ্যালয়ের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে দুই ছাত্রসহ পাঁচজন আহত হয়। ছাত্র আহত হওয়ার ঘটনায় অন্য ছাত্ররা বিদ্যালয় ও আশপাশের দোকানপাটে ব্যাপক ভাঙচুর করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বিদ্যালয়ে এসে ছুটি ঘোষণা করেন। পরে তিনি প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর কার্যালয়ে ডেকে নিয়ে যান।