প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/17/photo-1468751160.jpg)
প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আনোয়ার হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গতকাল শনিবার রাতে ধর্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে চান্দিনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এর আগে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
মামলায় বর্ণিত অভিযোগে জানা যায়, গত শুক্রবার প্রতিবন্ধী কিশোরী তার মায়ের সঙ্গে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে পাশের গ্রাম শ্রীমন্তপুরে যায়। পরে রাত ৯টার দিকে কিশোরী পুকুরঘাটে হাত-মুখ ধুতে গেলে ওই গ্রামের আনোয়ার হোসেন তার মুখ চাপা দিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে রক্তক্ষরণ হয়ে অসুস্থ হয়ে পড়লে বিয়েবাড়ির জয়নালের উঠানে ওই কিশোরীকে ফেলে যায় আনোয়ার হোসেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে ধর্ষণের শিকার কিশোরীকে উঠানে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। বর্তমানে কিশোরী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মামলার তদন্তকারী কর্মকর্তা চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ এনটিভি অনলাইনকে জানান, অভিযোগ পেয়ে আসামি আনোয়ার হোসেনকে আটক করে হাজতে পাঠানো হয়েছে।