মাগুরায় বিএনপির ৭ নেতাকর্মী আটক
মাগুরার শালিখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাকসহ সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, নাশকতা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কায় গতকাল বুধবার রাতে বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়েছে। রাজ্জাক ছাড়া বাকিরা হলেন—সদরের বরুণাতৈল গ্রামের ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বী, মহম্মদপুর উপজেলার বাওইজানী গ্রামের মাহফুজ হোসেন, লুলু শেখ, শফিকুল ইসলাম, পলাশ মোল্লা ও শফিকুল খান।
হরতাল-অবরোধের আশঙ্কায় তাঁদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।