তিন সিটির জন্য ৩ ব্যাটালিয়ন সেনা চেয়েছে ইসি
আসন্ন ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে তিন ব্যাটালিয়ন সেনা চেয়ে সশস্ত্র বাহিনী বিভাগে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার রাতে ইসি সচিবালয়ের একটি সূত্র এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।
এর আগে আজ বিকেলে ইসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ ‘ভোটারদের মানসিক স্বস্তি আনতে’ নির্বাচনে সেনা মোতায়েনের ঘোষণা দেন। ওই সেনাদের কোনো কোনো বিচারিক ক্ষমতা থাকবে না বলেও তিনি জানিয়েছেন। এর পরই বিকেলে প্রতিটি সিটির জন্য এক ব্যাটালিয়ন করে মোট তিন ব্যাটালিয়ন সেনা চেয়ে ইসি সচিবালয়ের উপসচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত চিঠি সশস্ত্র বাহিনী বিভাগে পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, প্রতিটি সিটি করপোরেশন এলাকায় এক ব্যাটালিয়ন সেনাবাহিনীর সদস্য ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করবেন। তাঁরা মূলত স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। রিটার্নিং অফিসার ডাকলেই তারা পরিস্থিতি মোকাবিলা করবেন।
চিঠিতে বলা হয়, ‘ফৌজদারি কার্যবিধির নবম অধ্যায় ও প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত Instruction Regarding Aid to Civil Power (বেসামরিক ক্ষমতায় সহায়তাসংক্রান্ত নির্দেশনা) এর সপ্তম ও দশম অনুচ্ছেদের ক্ষমতা ও নিয়ম অনুযায়ী সেনাবাহিনী পরিচালিত হবে। মোতায়েনকৃত সেনাবাহিনী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের (নির্বাহী ম্যাজিস্ট্রেট) সহায়তায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বেসামরিক প্রশাসনকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করবে।’ এতে আরো বলা হয়, সেনাবাহিনীর প্রতিটি ব্যাটালিয়নের সাথে নির্ধারিতসংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে।