বর্ষবরণে নারী হেনস্তার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন
বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে নারী হেনস্তার প্রতিবাদে এবং এর সাথে জড়িতদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ শুক্রবার সকালে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, মহিলা পরিষদের জেলা শাখার সভানেত্রী শিলা রায়, সাধারণ সম্পাদিকা গৌরী ভট্টাচার্য প্রমুখ।
বক্তারা বলেন, সারা দেশের মানুষ যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেখে সাহস পায়, অনুপ্রেরণা পায় সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বর্বরোচিত হামলা হয়, যৌন হয়রানি হয় তখন মফস্বলের নারীরা ঘর থেকে বের হওয়ার সাহস পান না।
তাই এই দুষ্কৃতকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষুব্ধরা।