রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার দুপুর ১২টা ১১ মিনিটে দেশের বিভিন্ন স্থানে বেশ কিছুক্ষণ ধরে এ ভূমিকম্প অনুভূত হয়। রাজধানী ঢাকায় আতঙ্কে বাড়ি-ঘর, বহুতল ভবন ও অফিস থেকে মানুষজন রাস্তায় নেমে আসে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের লামজুং থেকে ২৯ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বের একটি এলাকায়।
ঢাকার আহাওয়া অধিদপ্তর জানায়, আগারগাঁও ভূপর্যবেক্ষণ কেন্দ্র থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ৭৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
ইউএসজিএস ভূমিকম্পের পর পরই জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৫। পরে তা সংশোধন করে জানায়, ভূমিকম্পের তীব্রতা ছিল ৭ দশমিক ৯।
ভারত ও ইউরেশিয়া প্লেটের সংঘর্ষে এ ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল ১৫ কিলোমিটার গভীরে।
ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, ফরিদপুর, যশোর, খুলনা, দিনাজপুর, মৌলভীবাজার, পঞ্চগড়, কিশোরগঞ্জ, মেহেরপুর, নেত্রকোনা, বগুড়া, গাজীপুর, সাতক্ষীরাসহ দেশের বেশির ভাগ স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
শতাধিক শ্রমিক আহত
সাভারে একটি পোশাক কারখানা থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে শতাধিক শ্রমিক আহত হয়েছেন। এ ছাড়া গোপালগঞ্জে একটি স্কুল ভবনে ফাটল ধরার খবর পাওয়া গেছে।