কয়েকটি কেন্দ্রে এজেন্টদের ঢুকতে দেয়নি : মাহী
কয়েকটি কেন্দ্রে পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহী বি চৌধুরী। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকের কাছে তিনি এ অভিযোগ করেন।
বিকল্পধারা বাংলাদেশ সমর্থিত মেয়র পদপ্রার্থী মাহী জানান, কয়েকটি কেন্দ্রে তাঁদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। এ ছাড়া এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে আরো সময় গেলে বোঝা যাবে, নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি না।
সকাল ৮টায় ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১৬ জন, সংরক্ষিত কাউন্সিলর ৮৯ ও সাধারণ কাউন্সিলর পদে ২৮১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই সিটিতে মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৪৫ হাজার ৩৭৪ জন। এর মধ্যে নারী ভোটার ১১ লাখ ২০ হাজার ৬৭৩ জন এবং পুরুষ ভোটার ১২ লাখ ২৪ হাজার ৭০১ জন।
এই সিটিতে সংরক্ষিত ১২ ও সাধারণ ৩৬টি ওয়ার্ডে ভোটকেন্দ্রের সংখ্যা এক হাজার ৯৩টি, ভোটকক্ষ পাঁচ হাজার ৮৯২টি। এ অংশের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম ও ১২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা।