সিইসি শুধু বললেন, ‘আপনারা দেখান’
ভোট জালিয়াতি, কেন্দ্র দখলসহ বিভিন্ন কারণে বিএনপি নির্বাচন বর্জন করলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। আজ মঙ্গলবার নির্বাচনে ভোটগ্রহণের পরিস্থিতি দেখতে রাজধানীর দুটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন তিনি। তবে এ সময় সাংবাদিকরা বারবার প্রশ্ন করলেও শুধু দুটি শব্দই বলেছেন তিনি।
আজ দুপুর ১২টার দিকে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল কেন্দ্র পরিদর্শনে যান সিইসি। পরিদর্শন শেষে বের হওয়ার সময় অপেক্ষমাণ সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, জালভোট, কেন্দ্র দখল, অরাজকতা, কারচুপি, বিভিন্ন স্থানে গোলাগুলি সম্পর্কে আপনার মন্তব্য কী? আপনার মন্তব্য জনগণ জানতে চায়। জবাবে তিনি বলেন, ‘আপনারা দেখান।’ এ কথা বলেই গাড়িতে উঠে চলে যান সিইসি।
এরপর কাকলী হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যান প্রধান নির্বাচন কমিশনার। সেখানেও সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।
এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশন থেকে বের হওয়ার সময়ও সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলেই বের হয়ে যান কাজী রকিবউদ্দীন আহমদ।