মুন্সীগঞ্জে মোসাদ্দেক আলী মুক্তি পরিষদ গঠন
বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল অনার্সের (অ্যাটকো) সভাপতি, এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে মুন্সীগঞ্জে মুক্তি পরিষদ গঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় এ পরিষদ গঠন করা হয়।
পরিষদের আহ্বায়ক করা হয়েছে মুন্সীগঞ্জ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট হালিম হোসেন। সদস্য সচিব করা হয়েছে ডা. মাহবুবুর রহমান হিরনকে। মুন্সীগঞ্জ শহরের মুন্সীগঞ্জের সময় অফিসে কনফারেন্স কক্ষে এই মুক্তি পরিষদ গঠন করা হয়।
এনটিভির মুন্সীগঞ্জ করেসপনডেন্ট মঈনউদ্দীন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হালিম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন ডা. মাহবুবুর রহমান হিরন।
এ সময় মুক্তি পরিষদের সবাই অ্যাটকো সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর দ্রুত মুক্তি ও তাঁর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আহ্বান জানান।
এ ছাড়া ৩১ জনকে মুক্তি পরিষদের সদস্য করা হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন সহযোগী অধ্যাপক জমির হোসেন, কণ্ঠশিল্পী বিউটি আক্তার তৃষ্ণা, আইনজীবী লাভলু মোল্লা, সাংবাদিক কে এন ইসলাম বাবুল, শিক্ষক ও সাংবাদিক আব্দুস সালাম, ব্যবসায়ী কামাল হোসেন, সাংবাদিক সুমন ইসলাম, চাকরিজীবী মিথুন সাহা, নৃত্যশিল্পী আহসান হাবিব চঞ্চল, ব্যবসায়ী মহসিন রেজা, ব্যবসায়ী মো. স্বপন হোসেন, মুক্তা দেওয়ান ও হাসান শাহরিয়ার পুটু, আইনজীবী ফারুক আহম্মেদ প্রমুখ।