ময়মনসিংহে ব্যবসায়ীকে গ্রেপ্তার ও পরিবহন ধর্মঘট প্রত্যাহারের দাবি
ময়মনসিংহের হালুয়াঘাটের অসাধু কয়লা ব্যবসায়ী জাফর আলী খানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে বিচার এবং মোটরযান কর্মচারী ইউনিয়নের অযৌক্তিক পরিবহন ধর্মঘট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় হালুয়াঘাট শহরে বিক্ষোভ মিছিল শেষে জয়ীতা মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ করেন হালুয়াঘাটের ব্যবসায়ীরা।
এ সময় অযৌক্তিক ধর্মঘট প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা। মিছিল ও সমাবেশ শেষে রাতে হালুযাঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল আউয়ালের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপিও দেন স্থানীয় ব্যবসায়ীরা।
সমাবেশ থেকে ব্যবসায়ীরা অভিযোগ করেন, জাফর আলী খান ডিসেম্বর মাসে নোয়াখালীর মাইজদীতে ইটভাটা ব্যবসায়ী জসিম উদ্দিন ও খোরশেদ আলমের কাছে নিম্নমানের এক ট্রাক ডাস্ট কয়লা সরবরাহ করে। এ ঘটনায় ওই দুই ব্যবসায়ী স্থানীয় থানায় একটি মামলা করার পর ট্রাকটি আটক করে পুলিশ।
এদিকে কয়লা আমদানিকারক সমিতি ট্রাকটি থানা থেকে ছাড়িয়ে আনতে সহায়তা না করার অভিযোগ এনে গত শুক্রবার সকাল থেকে ময়মনসিংহ হালুয়াঘাটের পথে পরিবহন ধর্মঘট শুরু করে জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন।
এই পরিবহন ধর্মঘটের প্রতিবাদে আজ সন্ধ্যায় হালুয়াঘাটের সর্বস্তরের ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন হালুয়াঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম আহমেদ, গোবড়াকুড়া স্থল শুল্কবন্দর কয়লা আমদানিকারক সমিতির মহাসচিব আলী আজগর, কড়ইতলী স্থলশুল্ক বন্দর সমিতির সভাপতি সুরুজ মিয়াসহ ব্যবসায়ী নেতারা।
নাদিম আহামেদ বলেন, ‘কয়লার পরিবর্তে কয়লার ডাস্ট সরবরাহ করায় জাফর আলী খানের বিরুদ্ধে মামলা করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এখানে কয়লা আমদানিকারক সমিতির কিছু করার ছিল না। অযৌক্তিক এই ধর্মঘট প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনে যাবেন ব্যবসায়ীরা।’