মেয়র পদপ্রার্থীরা কে কত ভোট পেলেন
ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক, সাঈদ খোকন ও আ জ ম নাছির উদ্দীন জয়ী হয়েছেন। তাঁদের বিপরীতে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি সমর্থিত তাবিথ আউয়াল, মির্জা আব্বাস ও এম মনজুর আলম। কিন্তু গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর ভোটের ব্যবধান নিয়ে বিএনপি সমর্থিতদের মধ্যে তেমন কৌতূহল দেখা যায়নি।
তিন সিটিতে ভোটের চিত্র ও নির্বাচনে অংশ নেওয়া মেয়র পদপ্রার্থীদের প্রাপ্ত ভোট তালিকা আকারে উপস্থাপন করা হলো :
ঢাকা উত্তর সিটি করপোরেশন
মোট ভোটকেন্দ্রের সংখ্যা ছিল এক হাজার ৯৩। ভোটারের সংখ্যা ২৩ লাখ ৪৪ হাজার ৯০০। মোট বৈধ ভোটের সংখ্যা আট লাখ ৪১ হাজার। ভোট পড়েছে আট লাখ ৭৪ হাজার ৫৮১টি। শতকরা হার ৩৭ দশমিক ২৯। বাতিল হওয়া ভোটের সংখ্যা ৩৩ হাজার ৫৮১টি।
মেয়র পদপ্রার্থী | প্রতীক | প্রাপ্ত ভোট |
আনিসুল হক | টেবিল ঘড়ি | ৪ লাখ ৬০ হাজার ১১৭ |
তাবিথ আউয়াল | বাস | ৩ লাখ ২৫ হাজার ৮০ |
আবদুল্লাহ আল ক্বাফী | হাতি | ২ হাজার ৪৭৫ |
এ ওয়াই এম কামরুল ইসলাম | ক্রিকেট ব্যাট | ১ হাজার ২১৬ |
কাজী মো. শহীদুল্লাহ | ইলিশ মাছ | ২ হাজার ৯৬৮ |
চৌধুরী ইরাদ আম্মদ সিদ্দিকী | লাউ | ৯১৫ |
নাদের চৌধুরী | ময়ূর | ১ হাজার ৪১২ |
বাহাউদ্দিন আহমেদ সরকার | চরকা | ২ হাজার ৯৫০ |
মাহী বি চৌধুরী | ঈগল | ১৩ হাজার ৪০৭ |
মোয়াজ্জেম হোসেন খান মজলিশ | ফ্লাস্ক | ১ হাজার ৯৫ |
মো. আনিসুজ্জামান খোকন | ডিশ অ্যান্টেনা | ৯০০ |
মো. জামান ভূঁইয়া | টেবিল | ১ হাজার ১৪০ |
মো. জোনায়েদ আবদুর রহিম সাকি | টেলিস্কোপ | ৭ হাজার ৩৭০ |
মো. শামসুল আলম চৌধুরী | চিতাবাঘ | ৯৮২ |
ফজলে বারী মাসউদ | কমলালেবু | ১৮ হাজার ৫০ |
শেখ শহিদুজ্জামান | দিয়াশলাই | ৯২৩ |
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
দক্ষিণে মোট ভোটারসংখ্যা ছিল ১৮ লাখ ৭০ হাজার ৭৭৮ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৮৮৯টি। ফল পাওয়া গেছে ৮৮৬টির। ভোটগ্রহণ বন্ধ হয়েছে তিনটি কেন্দ্রে। মোট বৈধ ভোটের সংখ্যা আট লাখ ৬৫ হাজার ৩৫৪। নির্বাচনে ভোট দিয়েছেন নয় লাখ পাঁচ হাজার ৪৮৪ জন। বাতিল হয়েছে ৪০ হাজার ১৩০টি ভোট। ভোট পড়ার শতকরা হার ৪৮ দশমিক ৪০। স্থগিত তিনটি কেন্দ্রের ভোটার সংখ্যা ছয় হাজার ৩২৬টি।
মেয়র পদপ্রার্থী | প্রতীক | প্রাপ্ত ভোট |
মোহাম্মদ সাঈদ খোকন | ইলিশ মাছ | ৫ লাখ ৩৫ হাজার ২৯৬ |
মির্জা আব্বাস | মগ | ২ লাখ ৯৪ হাজার ২৯১ |
মো. আবদুর রহমান | ফ্লাস্ক | ১৪ হাজার ৭৮৪ |
এ এস এম আকরাম | ক্রিকেট ব্যাট | ৬৮২ |
আবু নাছের মুহাম্মদ মাসুদ হোসাইন | চরকা | ২ হাজার ১৯৭ |
অ্যাডভোকেট মোহাম্মদ আয়ুব হোসেন | ঈগল | ৩৫৪ |
এস এম আসাদুজ্জামান রিপন | কমলালেবু | ৯২৮ |
দিলীপ ভদ্র | হাতি | ৬৬৯ |
বজলুর রশীদ ফিরোজ | টেবিল | ১ হাজার ২৯ |
মশিউর রহমান | চিতাবাঘ | ৫০৮ |
মোহাম্মদ শফি উল্লাহ চৌধুরী | ময়ূর | ৫১২ |
হাজি মো. সাইফুদ্দিন আহমেদ মিলন | সোফা | ৪ হাজার ৫১৯ |
মো. আক্তারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ | লাউ | ৩৬২ |
মো. আবদুল খালেক | কেক | ৫৫০ |
মো. গোলাম মাওলা রনি | আংটি | ১ হাজার ৮৮৭ |
মো. জাহিদুর রহমান | ল্যাপটপ | ৯৮৮ |
মো. বাহারানে সুলতান বাহার | শার্ট | ৩১২ |
মো. রেজাউল করিম চৌধুরী | টেবিল ঘড়ি | ২ হাজার ১৭৩ |
মো. শহীদুল ইসলাম | বাঘ | ১ হাজার ২৩৯ |
শাহীন খান | জাহাজ | ২ হাজার ৭৪ |
চট্টগ্রাম সিটি করপোরেশন
মোট ভোটার ১৮ লাখ ১৩ হাজার ৬০০। ভোটকেন্দ্রের সংখ্যা ৭১৯টি। বৈধ ভোটার আট লাখ ২১ হাজার ৩৭১ জন। প্রদত্ত ভোটের সংখ্যা আট লাখ ৬৮ হাজার ৬৬৩ । ভোটের শতকরা হার ৪৭ দশমিক ৮৯। বাতিল হওয়া ভোটের সংখ্যা ৪৭ হাজার ২৯২টি।
মেয়র পদপ্রার্থী | প্রতীক | প্রাপ্ত ভোট |
আ জ ম নাছির উদ্দীন | হাতি | ৪ লাখ ৭৫ হাজার ৩৬১ |
এম মনজুর আলম | কমলালেবু | ৩ লাখ ৪৮ হাজার ৩৭ |
আরিফ মইনুদ্দীন | বাস | ১ হাজার ৭৭৪ |
এম এ মতিন | চরকা | ১১ হাজার ৬৫৫ |
শফিউল আলম | ইলিশ মাছ | ৬৮০ |
মো. আবুল কালাম আজাদ | দিয়াশলাই | ১ হাজার ৩৮৫ |
মো. আলাউদ্দিন চৌধুরী | টেলিস্কোপ | ২ হাজার ১৫৯ |
মো. ওয়াজেদ হোসেন ভূইয়া | টেবিল ঘড়ি | ৯ হাজার ৬৬৮ |
মো. সোলায়মান আলম শেঠ | ডিশ অ্যান্টেনা | ৬ হাজার ১৩১ |
সাইফুদ্দিন আহমেদ রবি | ফ্লাস্ক | ২ হাজার ৬৬১ |
সাজ্জাদ জোহা | ক্রিকেট ব্যাট | ৮৪৫ |
হোসাইন মো. মুজিবুল হক | ময়ূর | ৪ হাজার ২১৫ |