এসএসসি পরীক্ষা নির্বিঘ্ন করতে সতর্ক বিজিবি
এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা দিতে সারা দেশে ১৬৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধের কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের উৎকণ্ঠার মধ্যেই শুরু হলো পরীক্ষা। দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট তিন হাজার ১১৬টি কেন্দ্রে ১৪ লাখ ৭৯ হাজার ২৫৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে।
২০-দলীয় জোটের ডাকা হরতালের কারণে দুই দফা পিছিয়ে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হওয়া পরীক্ষার নিরাপত্তা দিতে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পাশাপাশি দায়িত্ব পালন করছে আধাসামরিক সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।
বিজিবি সদর দপ্তরের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা দিতে ঢাকা শহরে ১৬ প্লাটুন ও দেশের অন্যান্য স্থানে ১৫০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ৮৭ প্লাটুন বিজিবি সদস্য দেশের মহাসড়কগুলোর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। গত ৬ জানুয়ারি শুরু হওয়া অবরোধে দেশের বিভিন্ন স্থানের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে আরো ৭৩ প্লাটুন বিজিবি।