নেপালে দুর্গতদের সহায়তায় সুনামগঞ্জের কয়েক তরুণের উদ্যোগ

ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে দুর্গত ব্যক্তিদের সহায়তায় উদ্যোগ নিয়েছে সুনামগঞ্জের একদল তরুণ। এরই মধ্যে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছেন তাঁরা।
আজ সোমবার বিকেলে ওই তরুণেরা সংগৃহীত ৫৯ হাজার ৫০৫ টাকা সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের কাছে তুলে দেন।
তরুণদের একজন ফাহাদ জামান জানান, গত এক সপ্তাহে তাঁরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক-শিক্ষার্থী এবং শহরের বিভিন্ন শ্রেণী-পেশার লোকজনের কাছ থেকে এই টাকা সংগ্রহ করেন। তিনি বলেন, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা তাদের একদিনের টিফিনের টাকা নেপালের অসহায় মানুষদের জন্য তুলে দেয়।
সোমবার বিকেল সাড়ে ৫টায় জেলা প্রশাসকের কাছে সংগ্রহের টাকা হস্তান্তরের সময় অন্যান্যের মধ্যে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবজিৎ সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. লুৎফুর রহমান, জেলা প্রশাসনের নাজির রেজওয়ানুল হক রাজা। তরুণদের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদুল রহমান তারেক, এ আর জুয়েল, দ্বীপময় চৌধুরী ডিউক, ফাহাদ জামান, খলীলুল্লাহ তন্ময়, নাজমুল হক কিরণ, শামসুল সাকেরীন হিমেল, সৈয়দ তাওসিফ মোনাওয়ার, রাফি আহমদ, মো. শফিউল্লাহ, জয় তালুকদার, মোশাহিদ রাহাত, দেবব্রত দাস, নাজমুল আলম, দিমিজ মো. জেনাম, বিজয় তালুকদার, শুভন দাস, রুহুল আমীন, আরমান অপি, জাবেদ আহমদ, তানভীর আহমদ, সামাদুল হক ছোটন, সনি চন্দ, মেহেদী হাসান প্রমুখ।
তরুণদের এই উদ্যোগ প্রসঙ্গে সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, তরুণদের এই মানবিক উদ্যোগ প্রশংসার দাবি রাখে। এই টাকা ঢাকায় নেপাল দূতাবাসের মাধ্যমে দুর্গতদের কাছে পাঠানো হবে।