ট্রাকে আগুন, শিবিরকর্মীকে গণপিটুনি
মাগুরা সদর উপজেলার ইছাখাদা বাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে একটি ট্রাক পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এরপর স্থানীয় লোকজন ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
আটক শিবিরকর্মীর নাম এমদাদ হোসেন। তাঁর বাড়ি সদর উপজেলার মির্জাপুর বাল্য গ্রামে।
ট্রাক পোড়ানোর অভিযোগে আজ শুক্রবার দুপুরে তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে সদর থানার পুলিশ।
এমদাদের বাবা ওহাব শিকদার বলেন, বৃহস্পতিবার রাতে তাঁর ছেলে ফুপুর বাসায় যাচ্ছিল। রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় আওয়ামী লীগের লোকজন ধরে এমদাদকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ রাত সাড়ে ১২টার দিকে এমদাদকে সদর হাসপাতালে ভর্তি করে।
পুলিশ সুপার জিহাদুল কবির জানান, সদর উপজেলার ইছাখাদা বাজারে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। সে সময় স্থানীয় লোকজন শিবিরকর্মী ইমদাদ হোসেনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।