২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না : স্বাস্থ্যমন্ত্রী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/10/05/photo-1475682620.jpg)
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়া বুঝেছেন নির্বাচনে অংশগ্রহণ ছাড়া কোনো উপায় নেই। তাই তিনি মধ্যবর্তী নির্বাচনের জন্য এখন তাগিদ দিচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন কোনো অবস্থাতেই ২০১৯ সালের একদিন আগেও হবে না।
মন্ত্রী আরো বলেন, ‘আর এ নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে, কেয়ারটেকার সরকারের অধীনে নয়। ২০১৯ সালের সেই নির্বাচনে খালেদা জিয়াকে এগিয়ে আসার আহ্বান জানাই।’
আজ বুধবার সন্ধ্যায় মৌলভীবাজারে প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী প্রথম মৃত্যুবার্ষিকী এবং তাঁর নামে গঠিত ফাউন্ডেশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোহাম্মদ নাসিম।
এ সময় মন্ত্রী আশ্বাস দেন, চা-বাগান ও হাওর অধ্যুষিত পর্যটন জেলা মৌলভীবাজারের ২৫০ শয্যা হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তর করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের সভাপতি সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সংসদ সদস্য মোহিবুর রহমান মানিক, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা এম এ রহিম শহীদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনকার আহমদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, মোশারফ পাটোয়ারী অনিক প্রমুখ।
অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা ছাড়াও সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রয়াত সৈয়দ মহসীন আলীর কবর এবং হজরত সৈয়দ শাহ মোস্তফার (রহ.) মাজার জিয়ারত করেন।