বাংলাদেশ বিশ্বে একটি মডেল হিসেবে এগিয়ে যাচ্ছে : তথ্যসচিব

তথ্যসচিব মরতুজা আহমদ বলেছেন, ‘ভিশন ২০২১-কে সামনে রেখে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে কাজ করছে। দেশে মাতৃমৃত্যু, শিশুমৃত্যু কমেছে। দারিদ্র্য কমেছে। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্যক্ষেত্রে আমাদের ব্যাপক সাফল্য আছে। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে একটি মডেল হিসেবে এগিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে গণমাধ্যমের বিশেষ ভূমিকা রয়েছে।’
আজ শনিবার সকালে সুনামগঞ্জ সার্কিট হাউসে গণমাধ্যমকর্মীদের নিয়ে তিনদিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যসচিব এসব কথা বলেন।
তথ্যসচিব তাঁর বক্তব্যে আরো বলেন, সুনামগঞ্জ ভৌগোলিক কারণে পিছিয়ে থাকলেও এই জেলা প্রাকৃতিক সম্পদে ভরপুর। হাওর এলাকা হিসেবে এই জেলার উন্নয়নে বিশেষ পরিকল্পনা নিতে হবে। সরকারের সেই প্রচেষ্টা রয়েছে। সুনামগঞ্জে হাওর, মাছ, বালুপাথরকে কাজে লাগাতে হবে।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক এ কে এম নেছার উদ্দিনের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক মো. মনজুরুল আলম, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আবদুল হাকিম প্রমুখ।