মানবাধিকার সংরক্ষণের দায়িত্ব সবার : সুলতানা কামাল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/11/photo-1431364734.jpg)
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, মানবাধিকার প্রতিষ্ঠিত হলে দেশের মানুষ পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগ করতে পারবে। মানুষের মাঝে শান্তি বিরাজ করবে। মানবাধিকার সংরক্ষণের দায়িত্ব সবার। জনসাধারণ ও প্রশাসনকে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করতে হবে।
আজ সোমবার দুপুরে নওগাঁ জিলা স্কুল মিলনায়তনে জেলার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদন, ২০১৪-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতানা কামাল এ কথা বলেন।
জেলা মানবাধিকার ফোরামের আহ্বায়ক খোদাদাদ খান পিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আইন ও সালিশ কেন্দ্রের উপপরিচালক অ্যাডভোকেট সানাইয়া ফাহিম আনছারী, সুপ্রিয় চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক মেহেদী-উল-সহিদ, সাবেক অধ্যক্ষ শরীফুল ইসলাম খান, নওগাঁ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনজুমান আরা, আপোসের নির্বাহী পরিচালক শহীদুল আলম প্রমুখ বক্তব্য দেন।