ইবি থিয়েটারের রজতজয়ন্তী উদযাপন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/10/22/photo-1477138488.jpg)
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থিয়েটারের ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উদযাপিত হয়েছে।
থিয়েটারের রজতজয়ন্তী উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান অডিটোরিয়ামের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পুনরায় অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়।
এরপর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান অডিটোরিয়ামে ‘বাসন’ নাটক মঞ্চায়িত হয়।
‘বাসন’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ওয়াহিদুজ্জমান শাওন, আনসারুল্লাহ আরিফ, শাম্মী আক্তার, তারিক, নাজমুল হক মাহিম, আতিকুর রহমান অনি প্রমুখ।
নাটকটি পরিচালনা করেন সাকিব হাসান। এ সময় থিয়েটারের সভাপতি ইমাদ উদ্দিন খান, সংগঠনের উপদেষ্টা আইন ও মুসলিম বিধান বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল, অধ্যাপক রেবা মণ্ডল, সহযোগী অধ্যাপক আবদুল গফুর গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।
নাটক শেষে থিয়েটারের বর্তমান ও প্রাক্তনদের নিয়ে পুনর্মিলনী হয়। পরে বর্তমান কমিটির নেতাদের ক্রেস্ট প্রদান এবং নতুন কমিটি ঘোষণা করা হয়।