সিরাজগঞ্জে বিদেশি অস্ত্রসহ আটক ১

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাইঝাঐল বটতলা এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ মোতালেব হোসেন খান (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। র্যাবের দাবি, আটক ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী।
আটক মোতালেব হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা।
র্যাব-১২ ক্যাম্প কমান্ডার হাসিবুর আলম জানান, আটক মোতালেব হোসেন দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকায় অস্ত্র বেচাকেনা করছিল। অস্ত্র বেচাকেনা হবে এমন সংবাদের ভিত্তিতে ভোর রাতে মাইঝাইল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি রিভলবারসহ মোতালেব হোসেন খানকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় বেলকুচি থানায় মামলা দায়ের করা হয়েছে।