রামপাল বিদ্যুৎকেন্দ্র অনেক ক্ষতি ডেকে আনবে : সুলতানা কামাল
বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হলে তা স্থানীয় মানুষ ও প্রকৃতির জন্য অনেক ক্ষতি ডেকে আনবে বলে অভিযোগ করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল।
urgentPhoto
আজ রোববার সকালে বাগেরহাট প্রেসক্লাবে মীর জুলফিকার আলী লুলু অডিটোরিয়ামে ‘মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা ও আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সুলতানা কামাল এ অভিযোগ করেন। হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম ও আস বাংলাদেশের আয়োজনে আয়োজিত সভায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) সহযোগিতা করে।
আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে কোনোরকম বাধা আসুক সেটা আমাদের কাম্য নয়। তবে সেই উন্নয়ন যেন আমাদের প্রকৃতির যে বিরাট বিবেচনা আছে তার ওপরে কোনো হামলা না করে। আমাদের প্রতিদিনের যে জীবন-যাপন, সেখানে যেন কোনো বিঘ্ন তৈরি না হয়। কোনো মানুষের অধিকার যেন খর্ব না হয়। সেটার যথাসম্ভব নিম্নতম পর্যায়ে রেখে আমাদের উন্নয়নের চিন্তা-ভাবনা করতে হবে। উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট, ব্রিজ কালভাট নির্মাণ করা নয়। উন্নয়ন মানে হচ্ছে, মানুষ যাতে শান্তিপূর্ণভাবে দিনের শেষে বালিশে মাথাটা রাখতে পারে। সে যেন ভাবতে পারে যে, সে এখানে ভালোভাবে আছে।’
সুলতানা কামাল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কথা উল্লেখ করে বলেন, ‘যদি এখানে বিদ্যুৎকেন্দ্রটি হয় তাহলে মানুষ এখানে নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে। স্বাস্থ্যগতভাবে তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন। তাঁদের উচ্ছেদের ঘটনা ঘটবে। প্রকৃতি নানাভাবে বৈরি হয়ে উঠবে। বলা যায়, অনেক বেশি ক্ষতির বিনিময়ে আমরা হয়তো এই উন্নয়নটি পাব।’
আস বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সুলতানা কামাল ছাড়াও আরো বক্তৃতা দেন করেন অ্যাডভোকেট সুপ্রিয় চক্রবর্তী, অধ্যাপক মোজাফ্ফর হোসেন, অধ্যাপক আব্দুর রউফ চৌধুরী প্রমুখ।