বগুড়ার ‘সন্ত্রাসী’ আটক
বগুড়ার শাজাহানপুর উপজেলার পালপাড়ার ‘সন্ত্রাসী’ মোরশেদ আলমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোররাতে বগুড়া-ঢাকা মহাসড়কের নয়মাইল এলাকায় একটি নৈশকোচে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, মোরশেদের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসা, জবরদখল, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর নির্যাতন, বসতবাড়ি ও মৃৎশিল্পে হামলা এবং প্রতিমা ভাঙচুরের অভিযোগ রয়েছে।
আটকের পর সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজি মামলায় মোরশেদকে গ্রেপ্তার দেখানো হয় বলেও জানান পুলিশ সুপার।