দুঃস্থ নারীরা পেলেন সেলাই মেশিন, মৎস্যজীবীরা মাছের পোনা
জয়পুরহাটের ক্ষেতলালে প্রশিক্ষণ শেষে ২৫ জন দুঃস্থ নারীর মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি ৬০ জন দরিদ্র মৎস্যজীবীকে ২০ কেজি করে বিভিন্ন দেশীয় প্রজাতি মাছের পোনা দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাটশহর এলাকায় ‘এসো’ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে দরিদ্র ও দুস্থদের মাঝে এসব বিতরণ করা হয়।
ক্ষেতলালের হাটশহর বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আবদুল জলিল মিঞা। এ ছাড়া স্থানীয় বড়তারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ এলাকার জনপ্রতিনিধি, রাজনীতিকরা উপস্থিত ছিলেন।