ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক
প্রায় চার ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রাত সাড়ে ১১টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন মাস্টার ইউনুছ মিয়া এনটিভিকে জানান, চট্টগ্রামগামী নাসিরাবাদ ট্রেনটি গঙ্গাসাগর এলাকা অতিক্রমের সময় পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এ কারণে এই পথের বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্থানে আটকা পড়ে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের পর রেল চলাচল স্বাভাবিক হয়।