রংপুরে বিদ্যুতের দাবিতে কার্যালয় ভাঙচুর
ঘন ঘন লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে রংপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) প্রধান প্রকৌশলীর বাড়ি ঘেরাও করে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা। এ সময় তারা প্রকৌশলীর কার্যালয়ের সাইনবোর্ড ও গার্ড শেড ভাঙচুর করে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রকৌশলীর কার্যালয়ের এক নিরাপত্তাকর্মী আহত হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে রংপুর শহরের আলমনগর ও খামারপাড়া এলাকা থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী কলেজ রোডের বিউবোর প্রধান প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে বিদ্যুতের দাবিতে স্লোগান দিতে থাকে। ওই সময় ঘেরাওকারীদের ঢিলের আঘাতে এক নিরাপত্তাকর্মী আহত হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা সাইনবোর্ড ও নিরাপত্তাকর্মীদের শেডের জানালার কাচ ভাঙচুর করে। তারা আধা ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই ঘেরাওকারীরা চলে যায়।
বর্তমানে সেখানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনার সময় ও পরে বিদ্যুৎ বিভাগের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি।